ভারতীয় নায়িকাভক্ত ছিলো গুলশানে হামলাকারী নিবরাস !

0

ঢাকার গুলশানে গত ১ জুলাই রক্তাক্ত ও প্রাণঘাতি ঘটনায় কথিত আইএস এর ওয়েব সাইটে যাদের ছবি প্রকাশ করা হয়েছে তাদের অন্যতম নিবরাস ইসলাম। উদ্ধার অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে পুলিশ যাদের ছবি প্রকাশ করেছে সেখানেও রয়েছে তার ছবি। নিবরাস ২০১৫ সালের ৮ জুন ভারতের নায়িকা শ্রাদ্ধ কাপুরের সাথে তার সাক্ষাত ও তার হাত ধরার অনুভুতি প্রকাশ করে লিখেন, Shraddha kapoor you beauty !! The moment when she holds my hand। এরপর স্ট্যাটাসের সাথে সেই হাত মেলানোর একটা ভিডিও আপলোড করেন। আর ফিলিংস মোডে গিয়ে লিখেন, Feeling Perfect.

নিবরাসের স্ট্যাটাস ও আপলোড করা ভিডিও থেকে সহজেই বুঝা যায় তিনি ভারতীয় নায়িকা শ্রাদ্ধ কাপুরের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার সাথে হাত মেলাতে পেরে তিনি নিজেকে পারফেক্ট মনে করছেন। যদিও এই নানের ছবিটি কোথাকার না উল্লেখ নেই সেই স্ট্যাটাসে । তাছাড়া বিভিন্ন সময় তোলা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া একাধিক মেয়ের সাথে তার একান্ত সময়ের অনেক ছবি ফেইসবুক ছড়িয়ে পড়ে বন্ধু মহলের মাধ্যমে। [ads1]nibras-islam-ac2ছবি -১ ঃ ভারতীয় নায়িকা শ্রদ্ধা কাপুরের সাথে নাচরত জঙ্গী নিব্রাস

গুলশানের জঙ্গি হামলা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতি হামলা। এ হামলায় ২০ জন বিদেশী নাগরিকসহ মোট ২৮ জন নিহত হন। হামলার পর তথাকথিত আইএস এর দায় স্বীকার করে তাদের ওয়েব সাইটে হামলাকারীদের ছবি প্রকাশ করে। যদিও এ ঘটনার সাথে কারা জড়িত তা এখনো খোলাসা করেনি বাংলাদেশ পুলিশ।[ads1]

nibras-islam-ace
ছবি -২ ঃ বাংলাদেশী নায়ক ফেরদৌসের সাথে জঙ্গী নিব্রাস [ads2]

কিছু দিন আগে প্রায় একই ধরণের বড় জঙ্গি হামলা হয় প্যারিস ও ব্রাসেলসে। সেগুলোরও দায় স্বীকার করে নেয় আইএস। আন্তর্জাতিক মিডিয়াসহ গোটা পশ্চিমা বিশ্ব এসব হামলার জন্য ইসলামকে দোষারোপ করে আসছে বরাবরই। অথচ ঘটনার পর হামলাকারীদের পরিচয় প্রকাশ পাবার পর দেখা যায় হামলাকারী সন্ত্রাসীরা ইসলামের মৌলিক ধারনার ধারেকাছেও নেই। কেউ মস্তিস্ক বিকৃত, কেউ স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত। কেউ কোরআন পড়তে পারে না। কারো আবার হাতে গার্লফ্রেন্ডের উল্কি আঁকা। ফলে যৌক্তিকভাবে সচেতন মহলে প্রশ্ন উঠেছে ইসলামের নাম ব্যবহার করে কারা ব্যবহার করছে এদের? আইএস ইবা কারা? কারা এদের প্রতিপালন করে নিরাপরাধ মানুষ হত্যায় ব্যবহার করছে?[ads2]

ঢাকার গুলশানের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের পরিচয় প্রকাশ ও মেয়েদের সাথে তাদের অবাধ মেলামেশার ছবি প্রকাশের পর প্রশ্নটি আরেকবার জোরালোভাবে উত্থাপিত হচ্ছে সচেতন মহলে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More