[ads1]মা হতে চলেছেন করিনা কাপুর খান। আর এই খবর কনফার্ম করেছেন সাইফ আলি খান স্বয়ং। আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তানকে এক্সপেক্ট করছেন খান দম্পতি। আপাতত ‘ভিরে দি ওয়েডিং’ ছবির শুটিং করছেন বেবো। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই যাবতীয় পেন্ডিং কাজ সেরে ফেলতে চান তিনি। ছবির কাজ দ্রুত শেষ করেই নাকি দীর্ঘ ছুটিতে যাবেন নায়িকা।
মুম্বইয়ের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে সাইফ বলেছেন, ‘‘আমাদের সব শুভাকাঙ্খীদের ধন্যবাদ তাঁদের শুভ কামনা ও আশীর্বাদের জন্য। তারা আমাদের সমর্থন করেছেন এবং সুখবরটা শোনার জন্য ধৈর্য ধরেছেন।’’ এই খবরে গোটা বলিউড শুভেচ্ছা জানাচ্ছে সাইফ-কারিনাকে। নবাব পরিবারও নতুন সদস্যের জন্য দিন গুণতে শুরু করেছে।[ads2]