[ads1]গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে জিম্মি সঙ্কট ও যৌথ অভিযানে যে পাঁচটি ভিডিও ফুটেজ ব্যাপক আলোচিত হচ্ছে সেগুলো সেই ফেসবুক পাতা থেকে গায়েব হয়ে গেছে।
শুক্রবার রাতে ওই রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা এবং কমপক্ষে ৩৩ জনকে জিম্মি করার পরদিন সকালে সেনাকমান্ডোর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযান শুরুর কিছু আগে এবং পুরো অভিযানটি পার্শ্ববর্তী একটি ভবন থেকে রেকর্ড করেন এক দক্ষিণ কোরীয় নাগরিক। পাঁচটি ছোট ছোট ভিডিও ফুটেজ প্রকাশ পায় ডিকে হোয়াং (DK Hwang) নামেও ওই ব্যক্তির ফেসবুকে।
তার প্রোফাইলে দেখা যাচ্ছে, তিনি একজন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তিনি থাকেন যুক্তরাষ্ট্রের ক্যালিয়োর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। কাজ করেন Ag Tech Iowa নামে একটি প্রতিষ্ঠানে।
গত শনিবার তার ফেসবুক পাতা থেকেই দেশের প্রায় সবক’টি গণমাধ্যম ওই ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করে।
কিন্তু রোববার রাত থেকে হোয়াংয়ের টাইমলাইনে সেগুলো আর পাওয়া যাচ্ছে না। অভিযান সংক্রান্ত একটিও পোস্ট আর তার পাতায় নেই। এখন তার টাইমলাইনে সর্বশেষ পোস্টটি দেখাচ্ছে গত ২৭ জুনের।
এছাড়া ফেসবুক আইডিতে ব্যবহৃত নামটিও পরিবর্তন করা হয়েছে। ডিকে হোয়াংয়ের পরিবর্তে এখন দেখা যাচ্ছে Dkh Dkh। এছাড়া বাদবাকি সব আগের মতোই আছে।[ads1]
হোয়াং এর সেইসব ভিডিও ফুটেজ: