আমির ফাউন্ডেশন হবিগঞ্জের উদ্দ্যোগে ঈদের জামাকাপড় বিতরণ

0

13618127_1051849548239449_1377922675_n

দি বার্তা প্রতিনিধিঃ গত ৪ই জুলাই রোজ বুধবার আমির ফাউন্ডেশন হবিগঞ্জের উদ্দ্যোগে মাধবপুর উপজেলা খড়কী গ্রামের আলহাজ আমির হোসেনের বাড়ীতে গরীব অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে জামাকাপড় বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট শিক্ষক আব্দুল কুদ্দুস, সংগঠনের সেক্রেটারি মহিবুল তানিম, মাওলানা শরীফ হাসানাত সহ গ্রামের বিশিষ্ট মুরুব্বীয়ান। 13578657_1051849541572783_1714877457_n

আমির ফাউন্ডেশন হবিগঞ্জের চেয়ারম্যান আয়ারল্যান্ড প্রবাসী জনাব হামিদুল নাসির বলেন, আমাদের সমাজে অনেক ধনী বিত্তশালী মানুষ আছেন সকলে মিলেমিশে যদি আমরা অসহায় মানুষের পাশে দাড়াই তাহলে দেশে একটি মানুষও পবিত্র ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেনা। আমাদের এই ছোট প্রয়াস হয়তো আরো বড় আকার ধারণ করবে যদি সকলে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করি। আমির ফাউন্ডেশন হবিগঞ্জ এতিম অসহায় সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা বস্র বাসস্থানের জন্য কাজ করবে ইনশা আল্লাহ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More