[ads1]কয়েক বছর ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। সেখানেই সুবিধাবঞ্চিত শিশুদের দেখা পান বাড়িয়ে দেন সহমর্মিতার হাত। চেষ্টা করেন মলিন মুখে হাসি ফুটানোর। এবার ঈদেও তাদের পাশে আছেন তিনি। সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে গতকাল ছুটে গিয়েছিলেন রাজধানীর অদূরে টঙ্গীতে। সেখানকার ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন তিনি। উপহার দিয়েছেন নতুন জামা। তাদের হাতে পড়িয়ে দিয়েছেন মেহেদী।
বাংলামেইলকে সুজানা জানালেন, ‘আমার এক বন্ধু প্রতিষ্ঠানটির সঙ্গে আছে। বিভিন্ন সময় এতিম শিশুদের নিয়ে কাজ করি দেখে সে আমাকে আমন্ত্রন জানায়। সেখানে সবাই মিলে বাচ্চাদের জামা বিতরণ করেছি। আর তাদের মেহেদী পড়িয়ে দিয়েছি। তাদের আনন্দ দেখে আমার খুব ভালো লেগেছে।’[ads2]
উল্লেখ্য, এর আগে মিরপুররে একটি এতিমখানায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছিলেন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা ও জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিস্টার হেলেন।