১৩ জেলায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

0

EIDঢাকা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের ১৩ জেলার দেড় শতাধিক গ্রামে আজ বুধবার (৬ জুলাই)পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হচ্ছে। এসব গ্রামের বাসিন্দারা রোজাও শুরু করেছিলেন একদিন আগে থেকে।[ads1]

চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, লক্ষীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, শেরপুর, বরগুনা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা ঈদ উৎসব করছেন, মঙ্গলবার (৬ জুলাই) জাতীয় চাঁদ দেখা কমিটি শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদ উদযাপনের ঘোষণা দেয়।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের সাত উপজেলার ৩০ গ্রামে বৃধবার (৬ জুলাই) সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর। একদিন আগে ঈদুল ফিতর উদযাপনকারীদের অধিকাংশই চট্টগ্রামের সাতকানিয়ার সিলসিলিয়া আলিয়া জাহাগীর পীর দরবার শরিফের অনুসারী।

চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার ৫ উপজেলার ৩০ গ্রামের বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপন করছে।প্রায় শতবর্ষ ধরে এ নিয়ম চলে আসছে এসব গ্রামে। রোজাও রাখছে এসব গ্রামের বাসিন্দারা একদিন আগে থেকে।

নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলার ৭ গ্রামের কয়েকটি পরিবার আরববিশ্বের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। ঈদকে ঘিরে এলাকা গুলোর কিছু মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। [ads2]

বুধবার ( ৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির বসন্তেরবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

গ্রামগুলো হচ্ছে, সদর উপজেলার কারিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া, পশ্চিম মহাদেবপুর, বেগমগঞ্জ উপজেলার বসন্তেরবাগ গ্রাম, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রাম, সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বনশালা গ্রামের কিছু পরিবার।

স্থানীয় অনুসারীরা জানান, তারা চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ (চাঁদ টুপি) পীর সাহেবের অনুসারি হয়ে বিগত ২‘শ বছর ধরে এভাবে আগাম ঈদ পালন করে আসছে।

অগ্রিম ঈদ পালন করার ব্যাপারে প্রচলিত ধারণা হচ্ছে, অবিভক্ত নোয়াখালীর রসিদপুর গ্রামে মাওলানা আবদুল হামিদ ১৯২৫ সালে মত প্রচার করেন হানাফী, মালেকী, হাম্বলী মাজহাব মতামতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের সব দেশে একই দিনে ঈদুল ফিতর, ঈদুল আযহা, রমজান, শবেবরাত, শবে মেরাজ ও শবে কদর প্রভৃতি পালিত হবে।

এদিকে ঈদকে ঘিরে সকাল থেকে বেগমগঞ্জ উপজেলার উত্তর বসন্তেরবাগ সরকারী প্রাথমিক মাঠে বসেছে শিশুকিশোরদের ঈদ মেলা। বিভিন্ন সামগ্রীর পশরা সাজিয়ে বসেছে দোকানীরা।[ads1]

ভোলা প্রতিনিধি জানান, জেলার ৫ উপজেলার ১০ গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবারের সদস্যরা ঈদুল ফিতর উদযাপন করছেন। সদরের ইলিশা, বোরহানউদ্দিনের মুলাইপত্তন, টবগী, পয়িত্তা ও পশ্চিম মুলাইপত্তন গ্রাম, লালমোহন পৌর এলাকার কিছু অংশ এবং উপজেলার ফরাজগঞ্চ ও লাঙ্গলখালী গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর ও সম্ভুপুর গ্রাম এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।

পিরোজপুর প্রতিনিধি জানান, জেলার ২ উপজেলার ৭ গ্রামে আজ বুধবার ( ৬ জুলাই) পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৬ গ্রামের  পাঁচ শতাধিক  ও নাজিরপুর উপজেলার ১ গ্রামের প্রায় একশত পরিবার আজ ঈদ-উল-ফিতর  উদ্যাপন করছে।
সকাল ১০ টায় মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়ি ও কচুবাড়ীয়া গ্রামের ফরহাদ মেম্বারের বাড়িতে সকাল সাড়ে ৯টায় পৃথক দুই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাপলেজা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মিরাজ হোসেন  এ তথ্য জানিয়েছেন।

সুরেশ্বর (মাওলানা জান শরীফ শাহ ওরফে  হযরত মাওলানা শাহে আহম্মদ আলী) সম্প্রদায় হিসেবে পরিচিত মঠবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, চরকগাছিয়া ও বাদুরতলী  গ্রামের প্রায় ৩ হাজার মানুষ আজকের এ ঈদ উদযাপন করছে। তারা গত দেড়শ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করে আসছে। অন্যদিকে ২০০৯ সাল থেকে ডা. হুমায়ন কবির নামের এক ব্যাক্তি নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ পালনের প্রচলন শুরু করেন। আসেন।[ads2]

পটুয়াখালী প্রতিনিধি জানান,  জেলার বদরপুর, আউলিয়াপুর, পূর্ব কেওয়াবুনিয়াসহ কয়েকটি গ্রামে আজ বুধবার (৬ জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার ১০ সহস্রাধিক বাসিন্দা উদযাপন করছে পবিত্র ঈদ-উল-ফিতর ।

মাদারীপুর প্রতিনিধি জানান, জেলার চরকালিকাপুর, পূর্ব পাচখোলা, কালকিনি উপজেলার সাহেবরামপুরের আন্ডারচর ও কয়ারিয়া গ্রামসহ অন্তত ২০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন  হচ্ছে।

শরীয়তপুর প্রতিনিধি জানান,  জেলার ৩০ গ্রামে  ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরী ওরফে মাওলানা আহাম্মদ আলীর আমল থেকে চন্দ্র মাস গণনা সাপেক্ষে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ দরবারে রোজা ও ঈদ উদযাপন করা হচ্ছে।

ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার বোয়ালমারি উপজেলার ৫ এবং আলফাডাঙা উপজেলার দুই গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার হরিণাকুন্ডু উপজেলার ১৩ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।বুধবার (৬ জুলাই)সকাল ৮টার দিকে হরিণাকুন্ডু উপজেলার আব্দুল কাদের দুলদুলের ধানের চাতালের অস্থায়ী ঈদগাহে তারা ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন ইমাম আসাদুজ্জামান।

তিনি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার ভালকী, পায়রাডাঙ্গা, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, বোয়ালিয়া, পার্বতীপুরসহ ১৩ গ্রাম থেকে শতাধিক মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

শেরপুর প্রতিনিধি জানান, জেলার ৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপিত হচ্ছে পবিত্র  ঈদুল ফিতর।

লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার কালীগঞ্জ উপজেলার ৫ গ্রামে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। বুধবার (৬ জুলাই)সকালে উপজেলার হাড়িশ্বরের মুন্সিপাড়া, তুষভান্ডারের বগুড়াপাড়া, চন্দ্রপুরের বালাপাড়া, কাকিনার মিলনবাজার ও পানিখাওয়ার ঘাট গ্রামে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে মুসল্লীরা নামাজ আদায় করেন।[ads1]

হাড়িশ্বর মুন্সিপাড়া গ্রামের ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা আব্দুল আজিজ ও জামাতের খতিব মওলানা ইমান আলী জানান, গত ৬ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এসকল এলাকায় ঈদ-উল-ফিতর, ঈদ-উলÑআজহা, শব-ই ক্বদর, শব-ই বরাত, শব-ই মেরাজ ও রমজানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন তারা।

এছাড়া লক্ষীপুরের বিভিন্ন গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদয়াপিত হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More