[ads1]পর্তুগালের রাজধানী লিসবনে ‘সলিডারিটি ফর ইমিগ্রান্ট’ এর ব্যানারে অনুষ্ঠিত হয়ে গেলো এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানব বন্দন। সলিডারিটি ফর ইমিগ্রান্ট এর ‘প্ল্যাটফর্ম ফর ইমিগ্রেশন এন্ড সিটিজেনশিপ’ এর ব্যানারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, চীন, ব্রাজিল, সেনেগাল, নাইজেরিয়া, মরক্কো, আলজেরিয়া, এ্যাঙ্গোলা, কাপে ভের্দে, গিনি বিসাও, ইউক্রেন, বেলারুশসহ বিভিন্ন দেশের হাজারো অবিভাসীদের ও পর্তুগালের বিভিন্ন অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনের অংশগ্রহনের মধ্যে দিয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চলতি বছরের মার্চে ‘সেফ পর্তুগাল’ কর্তৃক জারিকৃত অভিবাস অাইনের ধারা ৮৮ এর কিছু পরিবর্তন করা হয়।
যার ফলে অভিবাসন প্রত্যাশীদের স্বর্গরাজ্য বলে খ্যাত পর্তুগালের দুয়ারও অনেকটাই সংকুচিত হয়ে পড়ে। অভিবাসন আইন সহজ করা, কান্ট্রি আউট নামক বহিস্কারকরণ আইন শিথিল করা, পর্তুগাল বাম ব্লক ডেপুটি সান্দ্রা কুনহা ‘নীতি ও বৈধকরণ প্রক্রিয়া শক্ত’ করার প্রতিবাদে সলিডারিটি ফর ইমিগ্রান্টের উদ্যোগে প্রবাসীদের এ প্রতিবাদ র্যালি ও দাবীর প্রতি সমর্থন জানিয়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্তুগীজ নাগরিকদের অংশগ্রহণ ও সহমর্মিতা প্রকাশ করতে দেখা যায়।[ads2]