বাংলাদেশের কিশোরগঞ্জের শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাতের কাছে জঙ্গী হামলায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পুলিশ নিশ্চিত করেছে।[ads1]
পুলিশ সূত্র থেকে বলা হচ্ছে নিহতদের দুজন পুলিশের সদস্য, একজন সাধারণ মানুষ এবং অন্য একজন হামলাকারী।
জানা যাচ্ছে অন্তত একজন হামলাকারীকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে সকাল নয়টার কিছু পরে মাঠের মূল প্রবেশ পথের এক কিলোমিটারের মধ্যে এই বিস্ফোরণ হয়।
জানা যাচ্ছে বোমা, বন্দুক ও ধারালো অস্ত্র ব্যবহার করে শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদ জামাতের ওপর হামলা চালানো হয়েছে।
কোনো কোনো খবরে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধের কথাও উল্লেখ করা হয়েছে।
কিশোরগঞ্জের গোয়েন্দা বিভাগের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক মজুমদারও বিবিসি বাংলাকে দিনের আরও আগে জানান মাঠের পাশে যে আজিমউদ্দিন হাই স্কুল রয়েছে সেখান থেকে মাঠের মূল প্রবেশ পথের এক কিলোমিটারের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।[ads2]
উল্লেখ্য শোলাকিয়ার এই মাঠে প্রতিবছর কয়েক লক্ষ মানুষ ঈদের নামাজ আদায় করেন।