ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, কংগ্রেস আর সিপিএমের সঙ্গে এখন বিজেপিও তার পিছনে লেগে পড়েছে৷ দিল্লি থেকে বাংলায় সন্ত্রাস চালানোর চেষ্টা হচ্ছে।[ads1]
তিনি বলেন, কেন্দ্রের কোনো চাপের কাছেই তিনি নতি স্বীকার করবেন না।মঙ্গলবার মেমারিতে এক নির্বাচনী সভায় এ অভিযোগ করেন মমতা।
এ সময় তিনি বলেন, কংগ্রেস আর সিপিএমের সঙ্গে এখন বিজেপিও তার পিছনে লেগে পড়েছে৷ তিন দল মিলে প্রতিনিয়ত তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। মানুষ তৃণমূলের সঙ্গে আছে বলেই ওরা ভয় পেয়ে এই কুৎসার আশ্রয় নিয়েছে। দিল্লি থেকে বাংলায় সন্ত্রাস চালানোর চেষ্টা হচ্ছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ’যদি এরকম চলতে থাকে, তাহলে জেনে রাখো, শ্মশানের বুকে চিতা আমি জ্বালবই।
মমতা এদিন বর্ধমানের মেমারি ও হুগলির পাণ্ডয়ায় দু’টি সভা করেন। দুই সভাতেই ব্যাপক ভিড় হয়েছিল। বিরোধীদের যেমন তিনি হুমকি দিয়েছেন, তেমনি দুই জেলায় তার নিজের দলের কোন্দল নিয়েও উদ্বেগ ধরা পড়েছে তার ভাষণে।[ads2]