[ads1]ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, পিস টিভির কর্ণধার ও বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে বাংলাদেশের মূলধারার আলেমরা একমত নন। উনি মাযহাব মানেন না। উনার যে ফিলোসফি, তার সঙ্গে জামায়াতি দর্শনের মিল আছে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘জামায়াতের মাওলানা মওদুদী আমাদের প্রত্যেক সাহাবিকে, ওলি-দরবেশকে আঘাত করে লিখেছেন। এই কারণে আলেমরা তাঁর বিরুদ্ধাচরণ করেছেন সব সময়। জিহাদ আর সন্ত্রাসকে একাকার করার পেছনে মওদুদীর সাহিত্যের প্রভাব অনেক বেশি। ইসলামের অপব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথগামী করা হচ্ছে। জাকির নায়েকের প্রকাশিত দুটি বই পড়েছি। আমার ধর্মের সঙ্গে তুলনা করে কিছু বিতর্কিত কথা শোনার পর আমি উনার বক্তব্য শুনি না। আমাদের দেশের মূলধারার আলেমরা জাকির নায়েকের বিশ্বাসের সঙ্গে একমত নয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মাযহাব মানে। নামাজ পড়ার পদ্ধতি নিয়েও জাকির নায়েকের অবস্থান ভিন্ন।’[ads2]