গাজীপুর জেলা কারাগারের সামনে বৃহস্পতিবার সকালে পুলিশের পিস্তলের গুলিতে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। আহত কনস্টেবল আব্দুল হালিম (৫৫) গাজীপুরের ঝাঝর এলাকার বাসিন্দা। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বিভিন্ন মামলার আসামি গাজীপুর আদালতে নিয়ে যেতে হালিমসহ কয়েকজন কনস্টেবল নিয়ে কোর্ট পুলিশের এএসআই ফজলুল হক সাড়ে ৮টার দিকে কারাগারে যান। মূল কারাভ্যন্তরে অস্ত্র নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় পিস্তলটি হালিমের কাছে রেখে ফজলুল হক জেলারের কক্ষে প্রবেশ করেন। হালিম পিস্তলটি নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ একটি গুলি বেরিয়ে হালিমের পেটে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে এএসআই ফজলুল হক জানান, কারাগারে প্রবেশের সময় অন্য এক কর্মকর্তা হালিমের কাছে তার অস্ত্রটি রেখে যান। ওই অস্ত্র থেকে মিস ফায়ারের পর গুলির খোসা হালিমের পেটে লাগে এবং সামান্য রক্তপাত হয়। তবে তিনি ওই কর্মকর্তার নাম জানাননি। গাজীপুর কোর্টের ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। শুনেছি অসাবধানতাবশত গুলি বের হয়ে মাটিতে লেগে খোসা হালিমের বেল্টে লেগেছে।’
Prev Post