তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় অংশ নেয়া সৈন্যদের বাকি সদস্যরা অস্ত্র সমর্পণ করছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে ১০ বিদ্রোহী সৈন্য সশস্ত্র পুলিশের কাছে তাদের অস্ত্র জমা দিয়েছে।
তবে এখনো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে বলে জানা গেছে। পার্লামেন্ট ভবনের বাইরে দুটি বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়িলদিরিম জানিয়েছেন, সামরিক অভ্যুত্থান প্রতিরোধ করা হয়েছে। সারা দেশ সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। তিনি জানান, তুরস্ক সেনাবাহিনীর একটি গ্রুপ দৃশ্যত ক্যু করার চেষ্টা করেছিল। তিনি বিস্তারিত বিবরণ দেননি। তবে জানিয়েছেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না।[ads1]
শুক্রবার রাতে সামরিক বাহিনীর একটি অংশ দাবি করে, তারা দেশের সব নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা সারা দেশে সামরিক আইন কারফিউ জারি করার কথাও জানায়। পার্লামেন্ট ভবনের বাইরে গোলাবর্ষণও করেছে। তারা সেনাপ্রধান হুলসি আকারকে পণবন্দি করে। রাজধানী আঙ্কারার আকাশে সামরিক বিমান উড়ার শব্দও শোনা যায়।
পুলিশ জানিয়েছে, যেসব সৈন্য সামরিক অভ্যুত্থানচেষ্টার সাথে জড়িত ছিল তাদের বেশির ভাগকে আটক করা হয়েছে।[ads2]