[ads1]উদ্ধার করা হয়েছে তুরস্কের সেনা প্রধান জেনারেল হুলুসি আকারকে। আঙ্কারার উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি সামরিক বিমান বিভাগের কার্যালয় থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে তুর্কি সিএনএন এর বরাত দিয়ে জানায় বিবিসি।
তুরস্কের সামরিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৭০০ জনের বেশি সৈন্যকে চাকরীচ্যুত করার ঘোষণা দেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রায় ৭৫৬ জনকে। এদের মধ্যে বেশ কয়েকজনের কর্নেল ও জেনারেল পদ কেড়ে নেয়া হয়েছে।
এদিকে তুরস্কের পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জন বিদ্রোহী সেনা মারা গেছেন।
বিবিসি এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এএফপি জানিয়েছে, কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।[ads2]
যুদ্ধে বিদ্রোহী সেনারা আত্মসমার্পন করেছে তুরস্ক সরকারের পক্ষ থেকে এমনটা জানানো হলেও বিদ্রোহী সেনাদের তরফ থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে এএফপি জানায়, বিদ্রোহীরা এখনও তাদের অভ্যুত্থানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের কার্যক্রম চালু রাখবে। বিবিসি।
Next Post