[ads1]তুরস্কে সামরিক অভ্যুত্থানে এখন পর্যন্ত কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। নিহতদের অধিকাংশই বেসামরিক মানুষ। তবে এদের মধ্যে ১৭ জন পুলিশ এবং ১০৪ জন বিদ্রোহী সৈন্য থাকতে পারে বলে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।
বিবিসি ভারপ্রাপ্ত সেনাপ্রধানের বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ১৫৬৩ জন বিদ্রোহী সৈন্যকে আটক করা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় থাকা সরকার ও ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট এখনও ক্ষমতায় আছে।
এএফপি তুরস্কের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট এ ঘটনার পর নতুন ভারপ্রাপ্ত চীফ অফ স্টাফ নিয়োগ দিয়েছে।
[ads2]
তুরস্কের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে এখনও থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। অসমর্থিত একটি সূত্র জানায়, দেশটির প্রেসিডেন্টের বাস ভবনেও হামলা চালানো হয়েছে। এ সময় বিদ্রোহী সেনা সদস্যদের ট্যাঙ্ক আক্রমণকে রুখতে সেখানে এফ-১৬ বিমান দিয়ে হামলা চালানো হয়। বিবিসি ও আল-জাজিরা।