[ads1]যশোরের মণিরামপুর উপজেলার পাড়দিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১২ ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পাঁড়দিয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও উপজেলা প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাড়দিয়া যাওয়ার সময় মণিরামপুর ফায়ার স্টেশনের একটি গাড়ি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এতে দুই ফায়ারম্যান ও চালকসহ মোট তিনজন মারাত্মক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে কেশবপুরের মধ্যকুল নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।[ads2]
মণিরামপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।