ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ও সোহেল ওরফে ভাঙ্গাড়ি সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহমেদের আদালতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দেয়া অভিযোগপত্রটি উপস্থাপন করলে বিচারক তা গ্রহণ করে এ পরোয়ানা জারি করেন। এ সঙ্গে বিচারক তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
গত ২৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। [ads1]
ওই দিন আদালত অভিযোগপত্রটি শনাক্ত করে ৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণবিষয়ক শুনানির জন্য দিন নির্ধারণ করেন। কিন্তু ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু অভিযোগপত্র গ্রহণবিষয়ক শুনানি এগিয়ে আনার আবেদন করলে আজ ১৭ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
অভিযোগপত্রে আসামিরা হলেন কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ও সোহেল।
আসামিদের মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।
এ ছাড়া আসামি মতিনসহ স্বীকারোক্তি দেয়া অন্য আসামিরা কারাগারে আটক রয়েছেন। অন্যদিকে কাইয়ুম ও সোহেল পলাতক। [ads2]
Prev Post