সাধারণ মানুষের মত শোবিজ অঙ্গণের মানুষও প্রেমে পড়েন, বিয়ে করেন, সংসারও বাঁধেন। আবার সংসার বিচ্ছেদও ঘটে। কিন্তু শোবিজের মানুষ সব সময়ই প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ বিষয়গুলো আড়াল করতে চান।
তবে ব্যতিক্রমও আছেন কেউ কেউ। সম্প্রতি চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা নিজের প্রেমের ঘোষণা দিলেন ফেসবুকে। ৩১ মার্চ ফেসবুকে তিনি এ ঘোষণা দেন। কাজল দত্ত তার প্রেমিকের নাম। একই দিনে কাজল দত্তও একই ঘোষণা দেন ফেসবুকে।
মিডিয়া পাড়ার অনেকেই বলছেন ‘এখন তো পূজা ঘোষণা দিয়েই প্রেম করছে। সাহস আছে মেয়ের।’
পূজা বলেন ‘আমাদের সম্পর্কের বিষয়টা আসলে অনেকে জানে। তাই ফেসবুকে ঘোষণা দিলাম।’
পূজার আরো একটি নতুন খবর আছে। ‘পূজা রির্টানস’ নামে নতুন অ্যালবাম নিয়ে শিগগিরই তিনি হাজির হতে যাচ্ছেন শ্রোতাদের সামনে। বর্তমানে অ্যালবামের কাজ নিয়েই খুব ব্যস্ত সময় যাচ্ছে তার। অ্যালবামটি সঙ্গীতার ব্যানারে বাজারে আসবে বলে জানা যায়