অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকারের মেয়াদে জাতীয় বাজেটের পরিধি তিনগুণ বৃদ্ধি পাবে।
মন্ত্রী আজ শুক্রবার সিলেট নগরীর পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সুধি সমাবেশে এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বাজেটের যে পরিধি ছিলো গত ২০০৯-১৪ মহাজোট সরকারের আমলে তা দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। আগামীতে অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদেই এর পরিধি তিনগুণ হবে।’
অর্থমন্ত্রী এসময় আরো বলেন, সরকারের ভিত্তি এখন অনেক বেশি শক্ত। বিগত পাঁচ বছরের শাসনামলে দেশের মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আগামীতেও দেশের মানুষের শান্তি ও কল্যাণে এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।’
পাঠাটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক রাজা খানের সভাপতিত্বে ও কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে স্কুলের নতুন ভবন নির্মাণে প্রায় ৪১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। এর আগে একই দপ্তরের অধিনে ৪১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সিলেট নগরীর উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অর্থমন্ত্রী।
স্কুল কমিটির সভাপতি উস্তার মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী।
মন্ত্রী বেলা ২টায় নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে ‘পালকি রেস্টুরেন্ট’ এর উদ্বোধন ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
বিকেলে মন্ত্রী সোবহানীঘাটে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ১২০ শয্যা বিশিষ্ট ‘ওয়েসিস হাসপিটালের উদ্বোধন করেন। হাসপিটাল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় হযরত শাহপরান (রহ.) মাজার গেইট সংলগ্ন এলাকায় ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
Prev Post
Next Post