নারায়ণগঞ্জে একটি ময়দা কারখানার ভেতর থেকে নিরাপত্তা কর্মীসহ ২ জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- নিরাপত্তা কর্মী আব্দুল আজিজ (৬৫) ও শ্রমিক হোসেন মিয়া (৩৫)।
রোববার সকাল পৌনে ৮টার দিকে নাইনা ফ্লাওয়ার-২ কারখানা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকালের কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এলে কারখানা তালাবদ্ধ দেখে মালিককে খবর দেয়। পরে পুলিশকেও খবর দেয়া হয়।
পুলিশ এসে কারখানার নিচ তলার একটি অফিস কক্ষ থেকে নৈশ প্রহরী আবদুল আজিজের গলাকাটা লাশ উদ্ধার করে। আর দ্বিতীয় তলার সিঁড়ির কাছে শ্রমিক হোসেন মিয়ার লাশ পাওয়া যায়।
তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানান ওসি মঞ্জুর কাদের।
নারায়ণগঞ্জ ‘ক’ অঞ্চলের সহকারী পুলিশ সুপার আজিমুল আহসান জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।