১৮ দলে অবরোধ চলাকালে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা ছাত্রদল।
বুধবার শহরের দড়াটানা এলাকা থেকে মিছিল বের করে যশোর-মাগুরা সড়কের নওয়াপাড়া নামক স্থানে অবরোধ করে।
মিছিল থেকে নেতৃবৃন্দ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জীবন দিতে প্রস্তুত রয়েছেন বলে স্লোগান দিতে থাকেন। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল কবির সুমন, জেলা সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ প্রমুখ।
পরে নওয়াপাড়া যুব উন্নয়ন কেন্দ্রের পাশে অবরোধ সৃষ্টি করা হয়।
অবরোধ চলাকালে সেখানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সহধর্মিনী জেলা বিএনপির নেতা নার্গিস বেগম, ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।