একজন নয় দুজন নয়, গুনে গুনে ২৪ জন সুন্দরীকে পেছনে ফেলেই মিস ইন্ডিয়া-২০১৪ এর মুকুট মাথায় পরলেন কোয়েল রানা। গতকাল শনিবার রাতে এক জমকালো অনুষ্ঠানেই কোয়েল হয়ে যান মিস ইন্ডিয়া। অনুষ্ঠানে কোয়েলকে বিজয়ী মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং এবং মিস ইন্ডিয়া নবনীত কৌর ধিলো।
মিস ইন্ডিয়ার প্রথম রানার আপ হিসেবে নির্বাচিত হন ঝাটালেকা মালহোত্রা। দ্বিতীয় রানার আপ হয়েছেন গেইল নিকোল দা সিলভা। এছাড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের শীর্ষ পাঁচজন হলেন গেইল নিকোল দা সিলভা, ঝাটালেকা মালহোত্রা, কোয়েল রানা, লোপামুদ্রা রাউত ও নিখিল নন্দগোপাল।
এই পুরো অনুষ্ঠানটি প্রচার করা হবে আগামী ১৩ এপ্রিল সন্ধ্যায় কালারস টেলিভিশনে।