রাজধানীর মহাখালী থেকে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মহাখালীর এসকেএস টাওয়ারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা আগের একটি নাশকতা মামলার আসামি। শুক্রবার রাতে এসকেএস টাওয়ারের একটি ফুডকোটে বসে তারা সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান রাত পৌনে ১০টায় যুগান্তরকে বলেন, আগের একটি নাশকতা মামলার বেশ কয়েকজন আসামিকে আমরা খুঁজছিলাম। শুক্রবার রাত ৮টার দিকে খবর পাই তারা মহাখালীতে ওই ফুডকোটে বসে সরকারবিরোধী মিটিং করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করি।
তিনি আরও বলেন, আমরা অন্তত ২৭ জনকে হেফাজতে নিয়েছি। তাদের কেউ বিএনপি এবং কেউ কেউ জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এই ২৭ জনের মধ্যে কোনো নিরপরাধ লোক আছে কি না, সে ব্যাপারে যাচাই বাচাই চলছে।
ওসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজন স্বীকার করেছেন, তারা সেখানে সরকারবিরোধী ষড়যন্ত্র করতে বসেছিলেন। তবে তদন্তের স্বার্থে এখনই গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
উৎসঃ jugantor