ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকায় কাভার্ডভ্যান চাপায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) দুজন নিহত হয়েছেন। নিহত এসআইয়ে নাম বিকাশ কুমার ঘোষ। তিনি সবুজবাগ থানায় কর্মরত ছিলেন।
নিহত অপরজনের (২৮) পরিচয় জানা যায়নি। এ ঘটনায় রাসেল (২৫) ও মো. হোসেন (২৮) নামের আরও দুজন আহত হন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় সবুজবাগ বৌদ্ধ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাতে সবুজবাগ থানা পুলিশ ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত এক যুবক। গুরুতর আহত হন এসআই বিকাশ। আহত অবস্থায় বিকাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।