ফয়সাল আহমেদ ফ্রাঙ্কফুর্ট থেকে:
জার্মানি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সফল নাট্যকার ও সংগঠক জনাব আবু করিমের উদ্যোগে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর আত্মপ্রকাশ উপলক্ষে প্রবাসীদের মিলনমেলা।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত, হামদ-নাত এবং খালি গলায় সংগীত গেয়ে উপস্থিত প্রবাসীরা আনন্দ উল্লাস করেন। আয়োজকদের উদ্যোগে ঘরে তৈরি দেশীয় হরেক রকমের পিঠা পায়েশ, পোলাও মাংস সালাদ দিয়ে প্রবাসীদের আপ্যায়ন করা হয়।
উপস্থিত অতিথিরা আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে ব্যস্ত জীবনে এরকম একটি আয়োজন যেন কিছু সময়ের জন্য স্বদেশে নিয়ে যায়।
নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় এবং সমৃদ্ধ করবে এবং সুস্থ সংস্কৃতির চর্চার চেষ্টা করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
নাগরিক সংস্কৃতিক গুষ্টির পক্ষ থেকে
আবু করিম ( সংগঠন কর্নধার)
লিপি আক্তার ( সহ- সভাপতি)
সাফি হোসেইন( সাধারন সম্পাদক)
আরেফিন মিশন( যুগ্ন- সাধারন সম্পাদক)
লিয়ন( সামঘঠনিক সম্পাদক)
পপি ( আপ্যায়ন ( সম্পাদক)
আমজাদ হোসেইন ( উপদেষ্টা )
আসাদ উজ্জল( উপদেষ্টা )
সদস্য,( সুজন, এমরান, মোশারফ , সালাম এবং সমির সকলের সহযোগিতা কামনা করেন।