সবুজবাগ থানার নিহত এসআই বিকাশ কুমার ঘোষের স্ত্রী লাকী ঘোষকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। আজ বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের মরদেহ দেখতে গিয়ে পরিবারের কাছে এ আশ্বাস দেন তিনি। নিহত বিকাশ কুমার ঘোষ ঝিনাইদাহের শৈলকূপার মৃত বিনয় ঘোষের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর সবুজবাগের বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বুধবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। আজ বুধবার সকালে ঢামেক ফরেনসিক চিকিৎসক প্রদীপ কুমার বিশ্বাস নিহতের ময়নাতদন্ত শেষ করেন। ঝিনাইদহের শৈলকুপায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।