রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশ অভিযান চালিয়েছে। শনিবার রাতে এই অভিযান চালানো হয়।
বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, কাকলি এলাকায় হোটেল ইনসাফ নামে আবাসিক হোটেলে জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন সন্দেহে অভিযান চালানো হয়। এছাড়াও নাশকতা সন্দেহে বেশ কয়েকটি আবাসিক ও মেসে অভিযান চালানো হয়।
এ বিষয়ে গুলশান বিভাগের ডিসি আব্দুল আহাদ বলেন, বনানি ও কাকলি এলাকায় জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশের ব্লক রেইড চলছে।
এদিকে, পল্টন এলাকা ও মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে হোটেল রহমানীয়াতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান।
বিডি প্রতিদিন