ছেলেদের টেনিসের শীর্ষ তারকা স্প্যানিয়ার্ড রাফায়েল নাদালকে ভূপাতিত করে আমেরিকার বিসকায়ানে শিরোপা জিতেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। রোববার সনি ওপেনের ফাইনালে নাদালকে ৬-৩, ৬-৩ গেমে হারান ছেলেদের দ্বিতীয় এই বাছাই।
রোববার বর্তমান টেনিসের অন্যতম সেরা দুই তারকা ৪০ বারের ন্যায় পরস্পরের মুখোমুখি হন। যাতে প্রতাপ ছড়িয়ে সনি ওপেনে চতুর্থবার শিরোপা জিতে নেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা ‘জোকার’।
গত বছরের অক্টোবরে নাদালের কাছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর পর এ নিয়ে টানা তিনবার স্পেন তারকাকে হারালেন ৬টি গ্র্যান্ড স্লাম জয়ী জকোভিচ। অবশ্য মুখোমুখি লড়াইয়ে ২২-১৮ ব্যবধানে এখনো এগিয়ে আছেন ১৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল।