ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলামের একটি ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই সভাপতির কর্মকাণ্ডে বিব্রত সংগঠনটির নেতাকর্মীরাও।
ঢাকা টাইমসের কাছে এক মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও এসেছে। এতে দেখা যায়, শরিফুল ইসলাম ভিডিও কলে কথা বলছেন। একপর্যায়ে নিজের জননাঙ্গ হাত দিয়ে নাড়তে দেখা যায় তাকে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।
মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে শরিফুল ইসলামের এমন আপত্তিকর আচরণে রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্তরা।
জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ঢাকা টাইমসকে বলেন, কিছু জায়গায় এই অনৈতিক ভিডিওর কথা আমিও ভাসা ভাসা শুনেছি। আগামীকাল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। সম্মেলনের পরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে শরীফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শরীফুলের এমন কর্মকাণ্ডে মহানগর আওয়ামী লীগ বিব্রত কি না জানতে চাইলে তিনি আরও বলেন, অবশ্যই বিব্রত। এসব কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করি, নিন্দা করি।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে এফ এম শরিফুল ইসলাম ভিডিওটির কথা শুনে কিছুক্ষন চুপ থেকে জানতে চান কীসের ভিডিও। এরপরে ফোন কেটে দেন। পরে তিনি নিজেই এই প্রতিবেদককে ফোন দিয়ে ভিডিও সম্পর্কে জানতে চান এবং ভিডিওতে তার ছবি আছে কি না জানতে চান।
প্রতিবেদক ভিডিওতে তাকে দেখা গেছে জানালে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি তিনি নন বলে ফোন কেটে দেন।
(ঢাকাটাইমস