১০ দফা বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে চাঁদপুরে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল চাঁদপুর শহরের হাজী মহসিন রোড থেকে জেলা বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের গণমিছিল শুরু করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে গণমিছিলের শুরুতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলির সদস্য জয়নুল আবদিন ফারুক।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশে খুন, গুম আর বিরোধীদলকে দমন-পীড়ন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। তাই সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে এই জালিম সরকারকে হটাতে হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বিএনপি নেতা মুনীর চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট হারুন অর রশিদ, যুবদল নেতা মানিকুর রহমান, ছাত্রদল নেতা সোহাগ হোসেন জিয়া প্রমুখ।
গণমিছিলটি কয়েক হাজার কর্মী ও সমর্থক নিয়ে শহরের হাসান আলী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এদিকে বিএনপির গণমিছিলে যেনো কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে০ সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উৎসঃ kalerkantho