বাংলাদেশের অনেক জায়গায় সীমান্ত হত্যা শূন্যের কোঠায় চলে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে লালমনিরহাটে এর কিছুটা ব্যত্যয় ঘটেছে বলেও জানান তিনি।
বুধবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘বাংলাদেশ-ভারত অনন্য বন্ধুত্বে হাসিনা-মোদি শাসনকাল: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সভায় একথা বলেন।
তিনি বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়ে সোচ্চার আছি এবং থাকব। কিন্তু মাঠ পর্যায়ে এসব ঘটনা কেন ঘটছে সেগুলো খুঁটিয়ে দেখতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বে যখন ছাড় দিয়ে পণ্য বিক্রি হয় তখন আমাদের দেশে সেটা বাড়ে। এটা সমাধানের চেষ্টা চলছে। কিছু পণ্য যাতে কখনোই বন্ধ না হয় সে বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে। ২০১৯ সালে ২২ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেছে বলেও এসময় উল্লেখ করেন প্রতিমন্ত্রী।