অংশগ্রহণমুলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের দেখতে চায় ই ইউ

0

কোন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা এখনো নিশ্চিত নয়। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল গুলো সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে আন্দোলন করছে। এরমাঝেই ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশীরা জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলছে। যদিও এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে রাজি নয় বিএনপিসহ বিরোধী দল গুলো। তাদের দাবির মধ্যে নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন নিয়োগের বিষয়টিও রয়েছে।

এদিকে আওয়ামী প্রধান নির্বাচন কমিশনারের সাথে বুধবার (১৮ই জানুয়ারি) দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের ১১ সদস্যের প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে সফররত ইইউ’র ১১ সদস্যের প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সাংবাদিকদের একথা জানান।

এক প্রশ্নের জবাবে এই ইইউ কর্মকর্তা বলেন, নির্বাচনে ইসির প্রস্তুতির বিষয়টি নিয়ে বৈঠকে আমাদের মধ্যে আলোচনা বেশি হয়েছে। সবাই চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। তাই আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবেন।

হোয়াইটলি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের ইতিবাচক মন্তব্যে আমরা খুবই আশাবাদী।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আরও বলেন, প্রত্যেকেই অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন চায় এবং সবার আগ্রহ এটি নিয়েই।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। গত বছরের জুলাইয়ে শেষ বৈঠকের পর থেকে এটির আরও অগ্রগতি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিদেশি মিশনের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্বাগত জানিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়। ইসি এ বিষয়ে ইতিবাচক। আমরা মনে করি ইসির কাজ এবং অগ্রগতিতে প্রযুক্তিগত এবং পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনা করার সুযোগ রয়েছে।

বৈঠকে ইইউ’র ১১ সদস্যের প্রতিনিধি দল, সিইসিসহ অন্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উৎসঃ   আমার দেশ
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More