“শাহাবাগে কি টাকার গাছ না, টাকার গাছে শাহবাগ”

0

ekগণজাগরণ মঞ্চের অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে নিয়ে এ শিরোনামে একটি অ্যালবাম আপলোড করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জনৈক ডা. আইজূ শনিবার রাতে তার ফেসবুকে এ অ্যালবামটি আপলোড করেছেন। যুদ্ধাপরাধ বিচার ও রায় কার্যকরের দাবিতে আন্দোলন করতে গিয়ে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন ডা. ইমরান এইচ সরকার। কিন্তু নানা ঘটনায় গণজাগরণ মঞ্চ বিভক্ত হয়ে পড়লে সম্প্রতি মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি পান তিনি। গণজাগরণ মঞ্চ থেকে অব্যাহতি দেয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই তার ব্যাপারে প্রকাশ করা হচ্ছে নানা তথ্য। বাংলাদেশের বেশির ভাগ রাজনীতিবিদ পাঞ্জাবী পরেন। বামপন্থি রাজনীতিবিদদের ব্যাপারে রাজনৈতিক মহলে একটি প্রবাদ আছে, ‘তারা একই ধরনের একাধিক পাঞ্জাবী কেনেন। কিন্তু লোকজন মনে করেন সৎ জীবনযাপন করতে গিয়ে তারা একই পাঞ্জাবী পরেন দিনেরপর দিন।’ তরুণ প্রজন্মের রাজনৈতিক চেতনায় ঢেউ তোলা ডা. ইমরান এইচ সরকারও পাঞ্জাবী পরেন। কিন্তু তিনি ব্যতিক্রম। গণজাগরণ মঞ্চের মাত্র ১৪ মাসের আন্দোলনে তার পরনে দেখা গেছে নানা রঙের নিত্যনতুন পাঞ্জাবী। তার পরনের বাহারী পাঞ্জাবীর ছবি নিয়ে ফেসবুকে প্রকাশিত ‘ইমরানের ১০০ পাঞ্জাবী’ অ্যালবামে দেখা গেছে, নানা রঙের পাঞ্জাবী পরে তিনি গণজাগরণ মঞ্চের অনুষ্ঠান ও কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। ছবিতে দেখা যায়, কেবল লাল রঙেরই পাঞ্জাবী পরেছেন ১০টির বেশি। সাদা পাঞ্জাবী পরেছেন অন্তত ১৫ ডিজাইনের। সাদা-কালো স্টেপের ডজনখানেক। সবুজ এবং নীল রঙেরও আছে একাধিক। সে অ্যালবামে নানা তীর্যক মন্তব্য করেছেন অনেকেই। এদিকে ডা. আইজূ তার ফেসবুকে ‘৫০দিনে ২২টি পাঞ্জাবী মাহমুদুল হক মুন্সীর’ শীর্ষক আরেকটি অ্যালবাম আপলোড করেছেন। ‘ইমরানের ১০০ পাঞ্জাবী’ অ্যালবামে কোন স্ট্যাটাস না লিখলেও ‘৫০দিনে ২২টি পাঞ্জাবী মাহমুদুল হক মুন্সীর’ অ্যালবামের সঙ্গে একটি স্ট্যাটাস লিখেছেন। সেখানে লেখা হয়েছে- ‘না শাহবাগের রাস্তায় রাস্তায় টাকা উড়তেসে-আমি এই মাত্র মাহমুদুল হক মুন্সী-যিনি কিনা ইমরান সরকারের বাজার সরকার তার ছবি কালেকট করলাম গত তিন মাসের এবং বার করলাম তিনি ২২টা পান্জাবী পড়সেন ৫০ দিনে। এখন একুশটা পান্জাবীর দাম যদি হয় ৫০,০০০ টাকা তাহলে সেটা কই থেকে আসল? শাহাবাগে কি টাকার গাছ না টাকার গাছে শাহবাগ!’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More