প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সংসদ সদস্যদের সতর্ক করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বেশ কঠিন হবে। ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ নেই।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, এই নির্বাচনে নানা ধরনের ষড়যন্ত্র হবে, নানা অপপ্রচার চালানোর চেষ্টা করা হবে। এসব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সংসদ নেতা দলীয় সংসদ সদস্যদের সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রচারণার নির্দেশ দেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী কে হবেন তা নির্ধারণের জন্য সংসদীয় দলের বৈঠক আহ্বান করা হয়েছিল। কিন্তু সংসদ সদস্যরা সে দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে অর্পন করার পর তিনি জাতীয় নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ফলে দলীয়ভাবেও বেশ গুরুত্বেও সঙ্গে দেখা হচ্ছে বিষয়টি। আগামী ২৪ এপ্রিল বিকেল বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দ্বিতীয় মেয়াদের সময় শেষ হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ দিন।
১৯৯০ সালের গণআন্দোলন এবং সংসদীয় গণতন্ত্রে ফেরার পর শুধুমাত্র ১৯৯১ সালেই রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের প্রার্থী হওয়ার কোন তৎপরতা দেখা যায়নি। ফলে এবারের নির্বাচনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার সম্ভাবনা প্রবল।আস