মজার ডেস্ক : প্রেমিকার দিকে নজর সবার। প্রেমিক বেঁটে বলে কথা। ব্রাজিলের সবচেয়ে লম্বা মেয়েটি এক বেঁটের সঙ্গে প্রেম করায় দৃষ্টি কেড়েছে। ব্রাজিলের সালিনোপোলিসের ১৭ বছর বয়সী কিশোরী ইলিসেনি ডি ক্রুজ সিলভাই এখন বিশ্বের সবচাইতে লম্বা কিশোরী। পিটুইটারি গন্থিজনিত সমস্যার কারণে ইলিসেনির অস্বাভাবিক উচ্চতা। কিশোরীটির উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।
নিজের এলাকায় বসবাসকারী এক যুবকের প্রেমে পড়েছেন কিশোরীটি। ফ্রান্সিনাল্ড ডি সিলভা কার্ভালহ নামের এই যুবকের উচ্চতা মাত্র ৪ ফুট ৪ ইঞ্চি।
তারা এখন চুটিয়ে প্রেম নিবেদন করছেন। দৈহিক উচ্চতার দিক থেকে অসামঞ্জস্য হলেও তাদের প্রেমে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। অবশ্য অস্বাভাবিক উচ্চতা হওয়ায় প্রেমিকার সান্নিধ্য লাভে ২২ বছরের প্রেমিককে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।