ভারতীয় জনতা পার্টি (বিজেপি) লোকসভা নির্বাচনে বড় সংখ্যায় মুসলমান প্রার্থী না দিতে পারলেও, দেশটির সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। বিজেপি’র পক্ষ থেকে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের ৪০ জন প্রার্থী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে মাত্র ১২ জন মুসলিম প্রার্থী। বিজেপি’র ভাইস-প্রেসিডেন্ট মুখতার আব্বাস নাকভি গতকাল বলেন, লোকসভা নির্বাচনে আমরা বৃহদাকারে মুসলমান প্রার্থী দিতে পারিনি। কিন্তু, টিকেট অগ্রগতির কোন গ্যারান্টি নয়। এমনকি টিকেট যদি দেয়া নাও হয়, ভোটে নির্বাচিত হয়ে পুনরায় ক্ষমতায় গেলে আমরা মুসলমানদের উন্নতির প্রতিশ্রুতি দিচ্ছি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। তিনি বলেন, এখন পর্যন্ত মুসলমানদের উন্নতির পথে কোন ত্রুটিবিচ্যুতি বা ব্যর্থতা থাকলে, ভোটে নির্বাচিত হলে বিজেপি তাদের অগ্রগতি ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে।