সলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগ নিয়ে ফাঁস হওয়া অডিও ক্লিপ নিজের বলে স্বীকার করেছেন উপাচার্য শেখ আবদুস সালাম। এমনটা দাবি করেছেন প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মো. মাহবুবর রহমান।
অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘অডিওগুলো উপাচার্যের—এটা তিনি বৈঠকে স্বীকার করেছেন। প্রাথমিকভাবে তিনি যে ঘটনা ঘটিয়েছেন, তার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তাই তিনি নৈতিকভাবে ওই চেয়ারে বসার যোগ্যতা হারিয়েছেন। তবে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের স্বার্থে পুরো বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে হস্তক্ষেপ করবেন বলে আমরা আশা করি।’
শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমানের দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত একটি অডিওতে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খণ্ডকালীন শিক্ষক অলিউর রহমানকে ‘অলি কোথায়’ বলে সম্বোধন করতে শোনা যায়। কণ্ঠটি উপাচার্যের বলে মনে করা হচ্ছে। ওই অডিওর পর বিভিন্ন বিষয়ে ছয়টি অডিও ফাঁস হয়েছে। অডিওগুলোতে অবশ্য উপাচার্যের কণ্ঠ ছাড়া অন্য পাশের কোনো কণ্ঠ শোনা যায়নি।
এই অডিও কাণ্ডে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। অডিও’র জেরে দুর্নীতর অভিযোগে উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে অপসারণের দাবিতে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। ভর্তির ন্যূনতম যোগ্যতা নেই এমন ১৬ জন শিক্ষার্থীকে ভর্তির দাবি জানিয়েছে কর্মকর্তা সমিতি। বিভিন্ন জন বিভিন্নভাবে উপাচার্যকে চাপে ফেলে অনৈতিক দাবি–দাওয়া পেশ করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উদ্ভূত পরিস্থিতি সমাধান না করতে পারলে আন্দোলনের হুমকি দিয়েছে।