রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল হাসপাতালের একাধিক চিকিৎসক জানিয়েছেন, আহতদের অনেকের হাত নেই, কারও পা নেই। কারও শরীর থেঁতলে গেছে। বেঁচে থাকার স্বার্থে অনেকের অঙ্গহানি হতে পারে।
আহত এমন অনেকে রয়েছেন যাদের পরিচয় এখনো শনাক্ত করা যাচ্ছে না। কারণ তাদের শরীরের অধিকাংশ অংশই ব্যান্ডেজ করা। কারও শুধু নাক দেখা যাচ্ছে কারও শুধু দু’চোখ। অনেক স্বজনরা এসে তাদের রোগীকে চিহ্নিত করতে পারছেন না।
চিকিৎসকরা বলছেন, এ ধরনের রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দিতে এমন ব্যান্ডেজ করতে হয়েছে। রোগীদের এতটাই মারাত্মক অবস্থা যে তাদের নাম ঠিকানা লেখারও সুযোগ হয়নি। এমন ১৮-২০ জন রোগী রয়েছেন তাদের নাম-পরিচয় লেখা সম্ভব হয়নি। যে কারণে তাদের স্বজনরাও এসে চিহ্নিত করতে পারছেন না। তাদের শরীরে এত ক্ষত যে শরীর ব্যান্ডেজে ঢেকে থাকায় চেনার কোনো উপায় নেই।
jugantor