ভালবাসতে কিচ্ছু লাগে না

0

love-quotes-for-her-wallpaper1কতো হবে ওজন মেয়েটার? ৯০- ১০০ কেজি তো হবেই। কিন্তু , সারাক্ষন ই হাসে। স্বাস্থ্য নিয়ে বিন্দুমাত্র চিন্তা ও নেই তার। যেহেতু খুব মিশুক, তাই ২ মিশুকে মিলে যেতে খুব একটা সময় লাগলো না। কথা প্রসঙ্গে জানতে পারলাম আজ তার বিয়ের ২ বছর হোল। একই বাসের জন্য অপেক্ষা করছিলাম ভি সি চত্বরে। নিজের বিভিন্ন অনুভূতি বলছিল সে। ঢাবির সবচেয়ে ভালো একটা বিষয়ে পড়ে সে। ওর যখন বিয়ে ঠিক হয়, বান্ধুবিরা নাকি জানতে চেয়েছিল- তুই সারাজীবন একজন মানুষের সাথে কীভাবে থাকবি! তখন সে মুচকি মুচকি হাসি দিয়েছিলো। এরপর বিয়ে হয়ে গেলো। দিন যেতে লাগলো। এর কিছুদিন পর বান্ধুবিরা আবার জিজ্ঞেস করলো -তুই বোর হচ্ছিস না? একজন মানুষের সাথে থাকতে থাকতে? ও বলল- আমি তো প্রতিদিন ই ওর প্রেমে পড়ি। এখনো সকালে বের হলে সারাক্ষন মনে হয় কখন সন্ধ্যা হবে। কখন ২ জনের আবার দেখা হবে! একজনের সাথে থাকব নয় তো কি ৩/৪ জনের সাথে থাকব নাকি? ছি! ছি! মেয়েটা শরীর কমানোর জন্য ট্রেড মিল কিনল। কিন্তু, বেচারির এই কষ্ট সহ্য হোল না। ওর স্বামী পরের দিন লোক এনে ট্রেড মিল বেঁচে দিলো। আর মজার ব্যাপার হোল, বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় সে তার মায়ের ফ্ল্যাটের পাশেই বাসা নিয়েছে। ও রান্না জিনিষটা একদম পছন্দ করেনা। সকাল দুপুর মায়ের বাসায় খায়, আর রাতে ভাইয়া এসে রান্না করে দেয়। এখনো ওরা সপ্তাহে একদিন বাহিরে ঘুরতে যায়, ফুচকা খাওয়ার জন্য। কিছুদিন আগে নাকি ভাইয়া বেল এনেছে ৮/১০ টা। তো ওকে বলেছে শরবত করে দিতে। ২ দিন দেওয়ার পরেই বেচারি হাপিয়ে গেলো। সে সাফ সাফ বলে দিলো – আমি আর পারবো না এসব শরবত বানাতে ভাইয়া বলল- ঠিক আছে । তুমি ভেঙ্গে জুসারে রেখে দিবে, আমি এসে শরবত বানিয়ে সবাইকে খাওয়াবো ২ জনের মধ্যে মনোমালিন্য হলে ভাইয়া নাকি বলে- থাক! রাগ করো না। কয়দিন ই বা বাঁচবো? একটা দিন ও এসব রাগারাগিতে অপচয় কেন করবো! শুনতে রুপকথার গল্প মনে হলেও সত্যি। এক জীবনে সুখী হতে আর কি লাগে মানুষের? একটু সুখের জন্য মানুষ কতো কিছু করে। দিন রাত পার্লারে যেয়ে ঘষামাজা করে স্বামীর চোখে সুন্দর হতে। নিজের উপর জুলুম করে স্লিম ফিগার বজায় রাখতে দিনে এক বেলা ভাত খায়। আর গায়ের চামড়া ফর্সা না হলে ছেলেরা ও বিয়ে করতে চায় না। ভেবেছিলাম, মেয়েটা কে এতো যত্ন কেন করে, লোকটার নিশ্চয়ই কোন অভাব আছে। আজ ও ওর বরের ছবি দেখাল। রাজপুত্র বললে ভুল হবে না। বেশ সফল একজন ব্যবসায়ি ও ।সে নিজেই এই মেয়েকে পছন্দ করে বিয়ে করেছে। ভাবি, ভালবাসতে কি লাগে? কয় কোটি টাকা লাগে? গায়ের মেলানিনের পরিমাণ কতো হওয়া লাগে? ওজন কয় কেজি কম হওয়া লাগে? নারীবাদী অধিকার কতো কপচানো লাগে? ফালতু স্বাধীনতা কতো চাওয়া লাগে? এদের দেখে আসলে এসব মেকি ভালোবাসা আর ভালো থাকার সুত্র আমার কাছে ভুল ঠেকে। আসলে ভালবাসতে কিচ্ছু লাগে না।দয়া আর সহানুভূতি ছাড়া।

সাফওয়ানা জেরিন (womenexpress.net)

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More