মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন বলেন, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ডিবি পুলিশ অচেতন অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনে। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বগুড়া ডিবির পরিদর্শক মোস্তাফিজ হাসান বলেন, মাস দুয়েক আগে শাজাহানপুর থানায় খুকি বেগম (৬০) নামের এক বৃদ্ধা খুন হন। খুনের মামলা তদন্ত করছে শাজাহানপুর থানা পুলিশ। ডিবি পুলিশ মামলার ছায়া তদন্তে কাজ করছিল। খুনের এই মামলায় একজন বৃদ্ধাকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়। ওই বৃদ্ধার দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুরকে আটক করা হয়। ডিবি কার্যালয়ে নেওয়ার পর আটক বৃদ্ধাকে দেখে বুকে ব্যথা অনুভব করেন হাবিবুর। তাঁকে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টা পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের দুদিন পর গত ৪ আগস্ট উপজেলার জোড়া বটতলা তালপুকুর পাড়া গ্রামে একটি পুকুরের পাশ থেকে খুকি বেগম (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার ওই লাশের একটা পায়ের খণ্ডাংশ উদ্ধার করা হয় ও প্রতিবেশী এক বৃদ্ধাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
Prothom Alo