সদ্য মুক্তি প্রাপ্ত গান শুনতে চান? নতুন কোনো অ্যাড দেখতে চান? পুরনো ভিডিও দেখে নস্টালজিক হয়ে পড়েন? নাকি কাজের চাপে মিস হয়ে যাওয়া টেলিভিশনের কোনো অনুষ্ঠানের পর্ব পরে নিজের ইচ্ছামতো দেখে নেন? সবকিছুই আজ কেবল ইউটিউবের হাতের মুঠোয়। আজ থেকে ৯ বছর আগে এই দিনেই আপলোড করা হয়েছিল প্রথম ভিডিও।
২৩ এপ্রিল, ২০০৫। সময় সন্ধ্যা ৮টা ২৭। জাভেদ করিম ইউটিউবে আপলোড করেছিলেন প্রথম ভিডিও ‘মিট অ্যাট দ্য জু’। প্রথম ভিডিওই পেয়েছিল ১৪ মিলিয়ন ভিউ। উনিশ মিনিট লম্বা এই ভিডিওয় দেখা যাচ্ছে সান দিয়েগোর এক চিড়িয়াখানায় হাতির সামনে দাঁড়িয়ে হাতির বর্ণনা দিয়ে যাচ্ছেন।
২০১০ সালে দ্য টলেডো ব্লেড নামক একটি এডিটোরিয়াল অনুযায়ী করিমের স্কুলের বন্ধু ইয়াকভ ল্যাপিসকি এই ভিডিও শ্যুট করেন। এখন টলেডো ইউনিভার্সিটির কেমিক্যান অ্যান্ড এনভয়রমেন্টাল ইঞ্জিনিয়রিংয়ের অধ্যাপক তিনি।
সূত্র : জি নিউজ।