ফেসবুক সহ ওয়েবসাইট ঘাঁটাঘাটির জন্য আর খরচ করে ইন্টারনেট কানেকশন নিতে হবে না৷ ফেসবুক অ্যাপে ক্লিক করেই ইন্টারনেট কানেকশন করা সম্ভব হবে৷
মার্ক জুকারবার্গের কল্যাণে টাকা খরচ করে আর সাইট ঘাঁটতে হবে না বিশ্বকে৷ তারই ব্যবস্থা করতে চলেছে ফেসবুকের কর্মকর্তারা৷
জানা যায়, মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপের পর জুকারবার্গ কিনতে চলেছেন চালকবিহীন বিমান বা ড্রোন৷ আর এই ড্রোনের মাধ্যমেই ফেসবুক বিশ্বজুড়ে কোনো খরচ ছাড়াই ইন্টারনেট পরিষেবা দিতে চাইছে৷
সূত্র জানায়, ফেসবুক ১১ হাজার ড্রোন তৈরি করবে৷ আর সেগুলো আকাশে উড়বে সৌরশক্তির মাধ্যমে৷ তার থেকেই মোবাইলে, ল্যাপটপে এবং ডেক্সটপে পৌঁছে যাবে ইন্টারনেট কানেকশন৷ ফেসবুক সহ ওয়েবসাইট ঘাঁটাঘাটির জন্য আর খরচ করে ইন্টারনেট কানেকশন নিতে হবে না৷
আমেরিকার একটি জনপ্রিয় ওয়েবসাইট জানাচ্ছে, সৌরশক্তিতে আকাশে উড়ে চলা চালকবিহীন বিমান বা ড্রোন নির্মাণ সংস্থা টাইটান অ্যারোস্পেস কিনতে চলেছে জুকারবার্গের ফেসবুক৷ পাকা কথা প্রায় হয়ে গিয়েছে৷এখন শুধু চুক্তির পর্বটা বাকি৷
প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, ফেসবুক ড্রোন নির্মাণ সংস্থাটি কিনছে নিঃখরচে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য৷ বিশেষ করে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকা প্রথম লক্ষ্য ফেসবুকের৷ তারপর বিশ্বের কোণে কোণে পৌঁছে যাবে খরচহীন ইন্টারনেট পরিষেবা৷