সারাদেশে অপহরণ প্রতিরোধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেনের নেতৃত্বে এন্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করা হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যেই স্কোয়াড কাজ শুরু করেছেন।
জানা যায়, এই স্কোয়াডে সহকারী কমিশনার নাজমুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনসহ ৪০ জন সদস্য দিনরাত ২৪ ঘন্টা কাজ করেবে। ৪টি মোবাইল নম্বরের মাধ্যমে ২৪ ঘন্টা যে কোন ব্যক্তি নিজের পরিচয় গোপন করে অথবা পরিচয় দিয়ে অপহরণকারীদের ব্যাপারে তথ্য দিতে পারবে।
এই স্কোয়াড অপহরণ প্রতিরোধে নিরাপত্তা দেওয়া, অপহরণকারীদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, যারা অপহরণের শিকার হতে পারে তাদেরকে সাবধান করা ও অপরহরণকারীরা জামিনে মুক্তি পেলে তাদের ওপর নজরদারী করবে এই টিমের সদস্যরা।