ঢাকা: সময় গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে অনশনে নেতাকর্মীদের উপস্থিতি কয়েকগুণ বেড়েছে। প্রেসক্লাবের গণ্ডি ছাড়িয়ে এর আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়েছে। এতে রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে গাড়ি চালকদের। কর্মসূচিতে বক্তারা গণঅনশন গণ আন্দোলনে রূপ দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। বক্তারা বর্তমান সরকারকে একটি প্রতিবন্ধী সরকার হিসেবে আখ্যা দেন। এদিকে লোকসমাগম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে এ বাহিনীর সদস্যদের। কর্মসূচিতে সংহতি জানিয়ে ইতোমধ্যে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, ১৯ দলীয় জোটের অন্যতম শরিক ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট কাজী জাফর আহমেদ, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা ইসহাক, জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রমুখ।