রাজধানীতে গণপরিবহন সমস্যার সমাধানে ১০০টি এসি ও ২০০টি দাতলা বাস নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার সকালে রাজধানীর গুলিস্তান মোড় ও এর আশপাশের এলাকার যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা শহরে অরো ১০০টি এসি বাস আমদানি করার আশা করছি। আমরা একটা অনুমোদন দিয়েছি। এই অনুমোদনপত্র অনুযায়ী গাড়িগুলো যখন আসবে তখন হয়তো সংকট আরো কমবে।
তিনি বলেন, আর এর মধ্যে বিআরটিসির আরো ১০০টি জোড়া বাস এবং ২০০টি দোতলা বাস আনার জন্য আমরা পরিকল্পনা কমিশনের অনুমোদন পেয়েছি। মন্ত্রী বলেন, এই গাড়িগুলো এলে গণপরিবহনব্যবস্থা নিয়ে মানুষের দুর্ভোগ অনেকটা লাঘব করতে পারবো।