ব্রাজিলের দীর্ঘতমা কিশোরী বিশ্বের দীর্ঘতমা কনে হতে যাচ্ছেন। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট ব্রাজিলের সবচেয়ে লম্বা কিশোরী ইলিসানি দা ক্রুজ সিলভা বিয়ে করতে যাচ্ছেন ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা ফ্রান্সিনাল্ডো দা সিলভা ক্যারভ্যালহোকে। তিন বছর ধরে তাদের প্রেম চলছে, এখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে ইলিসানি হতে চলেছেন বিশ্বের দীর্ঘতমা কনে। তার প্রেমিক নির্মাণশ্রমিক।
পিটুইটারি গ্ল্যান্ডে সমস্যার কারণে কিশোরীটি অস্বাভাবিক হারে লম্বা হচ্ছে বলে জানা গেছে।
বিয়ের প্রস্তুতির জন্য ইতোমধ্যে তিনি জামাও বানিয়ে ফেলেছেন।
১৮ বছর বয়স্কা ইলিসানি জানিয়েছেন, পরে মা হতে সমস্যা হতে পারে এমন আশঙ্কায় তিনি তাড়াতাড়িই বাচ্চা নিয়ে নেবেন।
দুজনের মধ্যে ব্যবধান ১ ফুট ৪ ইঞ্চি হলেও তারা কেউই এটাকে কোনো সমস্যা মনে করছেন না।
ফ্রান্সিনাল্ডো বলেন, ‘ইলিসানি খুবই ভিন্ন ধরনের মানুষ। আমি জানি, আমি তাকে সুখী করতে পারব। ও আমাকে জানে, আমি তাকে জানি। তাই আমাদের সম্পর্কটার বিশেষ গুরুত্বপর্ণ।’
তবে কেউ কেউ এই সম্পর্ককে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছেন না। এমনকি ইলিসানির মা পর্যন্ত বিয়েতে মত দিতে পারছেন না। তিনি বলেন, আমি বুঝতে পারছি না এটা কিভাবে হয়। এটা একটা বিস্ময়। কেউ কেউ এমনটা আশা করে না।
সূত্র : ডেইলি মেইল।