ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘১৯৭১ সালে জয় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেটে তখন ধানমণ্ডি এলাকায় আর্মিদের সঙ্গে গাড়িতে ঘুরে বেড়িয়েছেন তিনি। এমনকি আপনার দাদী যখন অসুস্থ হয়ছিল, তখন তাকে আর্মিদের হেলিকপ্টারে করে টঙ্গিপাড়া থেকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একাত্তর সালে পাক বাহিনী আপনার বাসায় আগুন দেয়নি। আমার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল।’
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক জোটের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরো বলেন, একাত্তর সালে আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা বলতে পারেবেন না।এমনকি আপনার বাবাও যুদ্ধ করেননি।’
ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদি সম্পর্কে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘যিনি ভারতের বিভিন্ন দাঙ্গার নেতৃত্ব দিয়েছেন, বাবরি মসজিদ ধ্বংস করেছেন, তারই হাতে আসছে ভারতের ক্ষমতা। এতে আমাদের দেশের অবস্থা আরো খারাপ হবে।’
সংগঠনের সভাপতি হাসান উদ্দিন সরকার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এম আবদুল্লাহ, বিএনপির শিক্ষা বিষয়ক মহাসচিব খাইরুল কবির প্রমুখ।