তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল ঢাকা আসছে আগামী ১৩ জুন। ১৪ তারিখ অনুশীলনের পর দু দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ তারিখ। ১৬ জুন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ১৭ জুন। এরপর আবার একদিনের বিরতি। ১৯ তারিখ সিরিজের শেষ ম্যাচ। ২০ তারিখ ঢাকা ছেড়ে যাবে ভারতীয় দল।
উল্লেখ্য, তিন ম্যাচের পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে।