ভ্রমন বিলাসীদের জন্য জব্বর খবর নিয়ে এসেছে গ্রিন লাইন পরিবহন কোম্পানি। এক ঘুমে ঢাকা-চট্টগ্রাম- কক্সবাজার অসাধারণ আরাম আয়েসে যেতে নতুন সংযোজন এই লাক্সারি সার্ভিস।
গ্রিনলাইন পরিবহনে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার পথে চলাচলের জন্য নতুন দুটি এসি স্লিপার কোচ গাড়ি আনা হয়েছে। শুক্রবার দুপুরে এই আধুনিক গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আপাতত প্রতিদিন রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে একটি বাস। প্রতিটি আসনে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া দুই হাজার ৫০০ টাকা, চট্টগ্রাম পর্যন্ত ভাড়া রাখা হবে এক হাজার ৬০০ টাকা।