বিজেপির টিকিটে প্রথমবার নির্বাচন করেই জয় পেলেন গায়ক বাবুল সুপ্রিয়। এ জয়ের মধ্যদিয়ে ২০১৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথম আসন দখল করল বিজেপি। আরও দুটি আসনে এগিয়ে আছে দলটি। এর মধ্যে আলিপুরদুয়ারে এগিয়ে বিরেন্দ্র ওঁরাও এবং দার্জিলিংয়ে এগিয়ে এস এস আলুয়ালিয়া।
আপরদিকে আরেক তারকা প্রার্থী তৃণমূল কংগ্রেসের সন্ধ্যা রায় মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তিনি পরাজিত করেছেন বামফ্রন্টের প্রার্থী প্রবোধ পাণ্ডাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও এগিয়ে মুনমুন সেন, দেব ও অর্পিতা ঘোষ। পিছিয়ে রয়েছেন পি সি সরকার, গায়ক ইন্দ্রনীল সেন এবং ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়।
দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিনেতা তাপস পাল ও অভিনেত্রী শতাব্দী রায়। রায়গঞ্জে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। আপাতত এটিই পশ্চিমবঙ্গে বামদের প্রথম আসন। এছাড়া মুর্শিদাবাদে এগিয়ে আছেন বামপ্রার্থী বদরুজ্জোয়া খান।