বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও সহ-সভাপতি শরিফ উদ্দিন জুয়েলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় রাজধানীর উত্তরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান ছাত্রদলের দুই শীর্ষ স্থানীয় নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।